পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের ভেজালমুক্ত খাবার উপহার দিতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। প্রতিদিনই রাজধানীজুড়ে এ অভিযান চালানো হচ্ছে। এ অভিযানে ঢাকা মহানগরীর কাওরান বাজারে কিচেন মার্কেটের নিচে মাছ বাজারে মাছের মূল্য তালিকা না টানানোর অপরাধে শহীদের মাছের দোকানকে ২০০০ টাকা, মহিউদ্দিনের মাছের দোকান কে ২০০০ টাকা, ইউসুফের মাছের দোকানকে ২০০০ টাকা এবং ধানমন্ডি সাত মসজিদ রোডে অবস্থিত বাবুর্চি রেস্টুরেন্ট ও কড়াই গোস্ত রেস্টুরেন্টকে বিভিন্ন অনিয়মে ১ লক্ষ টাকা করে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
পাঁচটি প্রতিষ্ঠানকে সর্বমোট ২ লক্ষ ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে উপস্থিত থেকে তদারকি করেন মনজুর মোহাম্মদ শাহরিয়ার, উপপরিচালক এবং অভিযান পরিচালনা করেন মোঃ আব্দুল জব্বার মন্ডল, সহকারী পরিচালক। এপিবিএন ১১ এর সম্মানিত সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।