রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ১১ই মে ২০১৯ ০৪:২২ অপরাহ্ন
রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে

রোববার বিকেল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে। এছাড়া ১৩ মে সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আজ শনিবার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। 

এদিকে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, সোমবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে। এতে কমবে তাপমাত্রা। এ সময় উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, টাঙ্গাইল অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।

তাপমাত্রা পরিস্থিতি নিয়ে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল অতিক্রম করে পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬ টা ৩২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫ টা ১৭ মিনিটে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব