সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে। এসময় হাতিল ফার্ণিচার কোম্পানির এক নারী কর্মকর্তা নিহত ও অন্তত ৫জন আহতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় দূর্ঘটনাটি ঘটে। দূর্ঘটনায় নিহত হিমু আক্তার(২৭) কুমিল্লা জেলায় তার গ্রামের বাড়ি বলে জানা গেছে। সে আশুলিয়ার জিরানিবাজার এলাকায় ফার্ণিচার কোম্পানি হাতিলের জুনিয়র একাউন্টস অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ (শনিবার) সকালে অফিস যাওয়ার পথে হাতিলের স্টাফ মাইক্রোবাসটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এসময় স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আশঙ্কাজনক অবস্থায় ৫ জনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হলে তাদের মধ্যে হিমু আক্তারকে মৃত বলে ঘোষণা করেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক এএফএম সায়েদ বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।