বকেয়া বেতন ভাতার দাবিতে এই রমজান মাসে তৃতীয় দিনের মতো ডেমরার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। শনিবার ভোর ৬টা থেকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে চৌরাস্তা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা সড়কে গাড়ির টায়ার ও গাছের ডাল ফেলে আগুন দেয়। ডেমরা থানার ডিউটি অফিসার এসআই রকিবুল হাসান বলেন, তিন দিন ধরে লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুটমিলের শ্রমিকরা ডেমরা স্টাফ কোয়ার্টারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে।
ভোর থেকেই তারা সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডেমরা থানার ইন্সপেক্টর-অপারেশন্সসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদের সরে যাওয়ার অনুরোধ করছেন।সকাল ১১টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। এর আগে মঙ্গলবার ও বুধবার একই দাবিতে ডেমরা চৌরাস্তা এবং স্টাফ কোয়ার্টার এলাকা অবরোধ করে শ্রমিকরা। মঙ্গলবার তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে হামলা চালালে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছোড়ে পুলিশ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।