টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির,নিজস্ব প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: শনিবার ১১ই মে ২০১৯ ১১:৪১ পূর্বাহ্ন
টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক কারবারী নিহত

টেকনাফে মধ্যরাতে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারী দুদু মিয়া নিহত হয়েছে। সে উপজেলার সদর ইউনিয়ন নাজিরপাড়ার মৃত সোলতান আহাম্মদের পুত্র। শুক্রবার দিবাগত রাত একটার দিকে সদর ইউনিয়ন মহেশখালীয়াপাড়া মেরিন ড্রাইভ বীচ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র,গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। টেকনাফ মডেল থানান ওসি প্রদীপ কুমার দাশ জানান, আটককৃত আসামী মাদক কারবারী দুদু মিয়ার স্বীকারোক্তি অনুযায়ী উদ্ধার করার জন্য অভিযানে গেলে টেকনাফ সদর ইউনিয়ন মহেশখালীয় পাড়া মেরিন ড্রাইভ এলাকায় গোপন স্থানে লুকিয়ে রাখা অস্ত্র ও ইয়াবা উদ্ধার অভিযানে গেলে উৎপেতে থাকা আটককৃত আসামীর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।

এতে এএসআই সনজিৎ, এএসআই নাজিম উদ্দিন, কনেস্টবল ইব্রাহিম আহত হয়। পরে পুলিশ সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী দুদু মিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মারা যায়। অভিযান শেষে ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ৫টি অস্ত্র, ১৩ রাউন্ড গুলি ও ৪ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ। মৃতদেহটির ময়নাতদন্ত ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে হস্তান্তর করেছে।

ইনিউজ ৭১/এম.আর