ফেরির ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১, আটক ৬

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০১৯ ০৮:০৫ অপরাহ্ন
ফেরির ধাক্কায় ট্রলার ডুবিতে নিখোঁজ ১, আটক ৬

কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী বার্জ ফেরির ধাক্কায় মাছ ধরা ট্রলার ডুবে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় জাফরসহ ছয় জেলে উদ্ধার করেছে পায়রা বন্দর কোষ্টগার্ড। শুক্রবার বেলা ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। নিখোঁজ জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়ার মাঝের হাওলা গ্রামে। 

আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, বার্জ ফেরিটি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। এসময় মাছ শিকার শেষে ফিরে আসা শিপন বিশ্বাসের মাছ ধরা ট্রলারটিকে ধাক্কা দিলে ৮ জেলেসহ ট্রলারটি ডুবে যায়। পায়রা বন্দর কোষ্টগার্ড আহত জেলে জাফরসহ ছয় জেলেকে উদ্ধার করলেও কাওসার এখনও নিখোজ রয়েছে। গুরুতর আহত জেলে জাফর বর্তমানে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

ঘটনাস্থল থেকে কোস্ট গার্ড (পায়রা বন্দর) সদস্যরা বার্জ ফেরিটি জব্দ করেছে। তাৎক্ষনিকভাবে ফেরির ছয় স্টাফকে আটক করে কলাপাড়া থানায় সোপর্দ করেছে। আটককৃতরা হল বার্জ ফেরির চালক বরিশাল মাধবপাশা এলাকার মেহেদী হাসান (৩০), ফেরির ইঞ্জিনচালক বি.বাড়িয়ার আশুগজ্ঞ এলাকার সাইদুল হক(৪৫), ফেরির স্টাফ খাগরাছড়ির হাতিরখোতা এলাকার ফারুক (২৩) ও জালাল (৩১), বরিশালের ইন্দুকাঠি এলাকার সালাম শিকদার (৫০), বাকেরগজ্ঞের সামপুর এলাকার হাবিব (৩০)।  

কোস্টগার্ড (পায়রা বন্দর) পেটি আফিসার কাওসার আহমেদ জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাত জেলেকে উদ্বার করি। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের চেষ্টা চলছে। নিখোঁজ জেলের উদ্ধারে কোস্ট গার্ড পায়রা বন্দর সদস্যরা অভিযান চালাচ্ছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, এ ঘটনায় ফেরির ছয় স্টাফকে আটক করা হয়েছে। নিখোঁজ জেলেকে উদ্বারের চেস্টা চলছে। আটককৃতদের বিরূদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব