ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০১৯ ০৫:৩৫ অপরাহ্ন
ফেরির ধাক্কায় ট্রলার ডুবি, ১ জেলে নিখোঁজ

পটুয়াখালীর কলাপাড়ায় সিমেন্ট বোঝাই ট্রাকবাহী ফেরির ধাক্কায় মাছ ধরার ট্রলার ডুবে কাওসার মৃধা (৩৬) নামে এক জেলে নিখোঁজ রয়েছে। গুরুতর আহত অবস্থায় জাফরসহ ছয় জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ জেলে কাওসারের বাড়ি কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চিংগড়িয়া গ্রামে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। 

স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, ফেরিটি কলাপাড়া থেকে পায়রা তাপ বিদ্যুত কেন্দ্রে এ্যাংকর সিমেন্ট বোঝাই ট্রাক নিয়ে যাচ্ছিল। আর ট্রলারটি মাছ শিকার শেষে গন্তব্যে ফিরছিল। কোস্ট গার্ড (পায়রা বন্দর) সদস্যরা ফেরিটি জব্দ করেছে। ডুবে যাওয়া ট্রলার ও নিখোঁজ জেলে উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড পায়রা বন্দর সদস্যরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব