দেখে নিন ভেজাল পণ্যের লিস্ট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ১০ই মে ২০১৯ ০৩:৩৪ অপরাহ্ন
দেখে নিন ভেজাল পণ্যের লিস্ট

বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ল্যাবে পরীক্ষায় অনুত্তীর্ণ ৫২টি ভেজাল ও নিম্নমানের পণ্য বাজার থেকে প্রত্যাহার এবং এসব পণ্য উৎপাদন ও বাজারজাত বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটির’ (সিসিএস) পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন প্রতিষ্ঠানটির আইন উপদেষ্টা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খান।

বিএসটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে খোলা বাজার থেকে ৪০৬টি পণ্যের নমুনা ক্রয় করে বিএসটিআইয়ের ল্যাবে পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩১৩টি পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। যার মধ্যে ৫২টি পণ্য পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ভেজাল পণ্যগুলো হলোঃ-

ক) তেলঃ
১) তীর সরিষার তেল, 
২) জিবি সরিষার তেল, 
৩) পুষ্টি সরিষার তেল, 
৪) রূপচাঁদা সরিষার তেল, 

খ) মশলাঃ
৫) ড্যানিশ হলুদগুঁড়া, 
৬) প্রাণ হলুদগুঁড়া, 
৭) ফ্রেশ হলুদগুঁড়া, 
৮) সান ফুডের হলুদগুঁড়া,
৯) ডলফিনের হলুদগুঁড়া, 
১০) মঞ্জিলের হলুদগুঁড়া,
১১) সূর্যের মরিচগুঁড়া, 
১২) ডলফিনের মরিচগুঁড়া,
১৩) পিওর হাটহাজারী মরিচগুঁড়া,
১৪) প্রাণের কারি পাউডার,
১৫) ড্যানিশের কারি পাউডার,
১৬) এসিআইর ধনিয়াগুঁড়া, 

গ) সেমাইঃ
১৭) প্রাণ লাচ্ছা সেমাই,
১৮) মিষ্টিমেলা লাচ্ছা সেমাই, 
১৯) মধুবন লাচ্ছা সেমাই, 
২০) মিঠাই লাচ্ছা সেমাই, 
২১) ওয়েল ফুড লাচ্ছা সেমাই,
২২) কিরণের লাচ্ছা সেমাই, 
২৩) জেদ্দার লাচ্ছা সেমাই, 
২৪) অমৃতের লাচ্ছা সেমাই,
২৫) মধুফুলের লাচ্ছা সেমাই,

ঘ) মিনারেল ওয়াটারঃ
২৬) আরা ড্রিংকিং ওয়াটার, 
২৭) আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার,
২৮) আল সাফি ড্রিংকিং ওয়াটার,
২৯) মিজান ড্রিংকিং ওয়াটার, 
৩০) মর্ণ ডিউ ড্রিংকিং ওয়াটার, 
৩১) ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার,  
৩২) দিঘী ড্রিংকিং ওয়াটার

ঙ) লবণঃ
৩৩) এসিআইর আয়োডিনযুক্ত লবণ, 
৩৪) মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ,
৩৫) মধুমতির আয়োডিনযুক্ত লবণ,
৩৬) দাদা সুপারের আয়োডিন যুক্ত লবণ, 
৩৭) লাকী সল্ট এর (মদীনা, স্টারশীপ) আয়োডিনযুক্ত লবণ, 
৩৮) নুরের আয়োডিনযুক্ত লবণ
৩৯) তিন তীর আয়োডিনযুক্ত লবণ 
৪০) তাজ আয়োডিনযুক্ত লবণ

চ) অন্যান্য ফুড প্রোডাক্টঃ
৪১) ডুডলি নুডলস,
৪২) শান্ত ফুডের (টেস্টি, তানি, তাসকিয়া) সফট ড্রিংক পাউডার,
৪৩) প্রিয়া সফট ড্রিংক পাউডার,
৪৪) বনলতার ঘি, 
৪৫) বাঘাবাড়ীর স্পেশাল ঘি,
৪৬) কিং ময়দা,
৪৭) নিশিতা ফুডসের সুজি,
৪৮) গ্রীন লেনের মধু,
৪৯) মক্কা চানাচুর,
৫০) মেহেদী বিস্কুট,
৫১) রূপসার দই,
৫২) সান চিপস (ইমতিয়াজ হাসান ইমন)

ইনিউজ ৭১/টি.টি. রাকিব