নোয়াখালীর ইফতার মাহফিলে বরিশালের মাওলানা মোনাজাত পরিচালনা করায় হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে নোয়াখালী জেলা সমতির ইফতারে এ ঘটনা ঘটে।হাতাহাতি করা ওই ব্যক্তি বলেন, নোয়াখালীতে এত মাওলানা থাকতে কেনো বরিশালের মাওলানা মোনাজাত পরিচালনা করবেন। তার মতে নোয়াখালী সবকিছুতে স্বয়ংসম্পুর্ন। এ সময় সেখানে উপস্থিত কয়েকজন তাকে থামানোর চেষ্টা করেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নোয়াখালীর দুই সংসদ সদস্যসহ জেলার অন্যান্য শীর্ষ স্থানীয় ব্যক্তিরা। এক পর্যায়ে স্টেজ থেকে নামান গেলেও নোয়াখালীর ওই ব্যক্তিকে শান্ত করতে পারেনি উপস্থিত রোজাদাররা। প্রতিবাদে তিনি ইফতার বর্জন করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।