ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের স্থানীয় মনিরাম বাজারের ভোলা-চরফ্যাশন সড়কে ব্যবসায়ী ও ছাত্রলীগ কর্মী নোমান হত্যার বিচার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার নারী-পুর”ষ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে পূর্ব ঘোষনা অনুযায়ী ওই কর্মসূচী পালন করা হয়।প্রথমে ছোট পরিসরে মানববন্ধন দিয়ে কর্মসূচী শুর” হলেও তা সময়ের সাথে সাথে তা দীর্ঘ হতে থাকে। মানববন্ধন এক সময় বিক্ষোভ মিছিলে র”প নেয়। কড়া রোদ উপেক্ষা করে বিক্ষোভ মিছিল থেকে হত্যাকারীর বিচার ও ফাঁসি দাবি করা মুহুর্মুহু শ্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে ওঠে। প্রায় দেড় ঘন্টা ভোলা-চরফ্যাশন সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে বোরহানউদ্দিন থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে যান চলাচল স্বাভাবিক করে।
স্থানীয়রা জানায়, মনিরাম-মুন্সিরহাট সড়কে সক্রিয় ছাত্রলীগ কর্মী নোমান হাওলাদার ইলেকট্রনিক্স সামগ্রীর দোকান করতো। নোমান টবগী ইউনিয়নের নয় নাম্বার ওয়ার্ডের প্রবাসী ফিরোজ আলমের একমাত্র ছেলে। পাশ^বর্তী হাসাননগর ইউনিয়নে তারা এর আগে বসবাস করতো। জানা যায়, নোমানের বন্ধু-বান্ধবের সংখ্যা কম ছিলনা। তাদের সাথে আড্ডা মেরে রাত-বিরাতে বাড়ি ফিরতো। গত ৪ মে শনিবার রাতে ঘর থেকে বের হয়ে ওই রাতে আর ফিরে আসেনি। ৫ মে টবগী ইউনিয়নের সাত নাম্বার ওয়ার্ডের মুলাইপত্তন গ্রামের একটি ডোবায় লেপে মোড়ানো নোমানের লাশ পাওয়া যায়। পরে বোরহানউদ্দিন থানা-পুলিশ ওই লাশ উদ্ধার করে। ওই ঘটনায় নোমানের বাবা ফিরোজ হাওলাদার বাদী হয়ে ১২ জনকে আসামী করে স্থানীয় থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় তুহিন, সোহাগ ও তামিম নামের তিনজনকে গ্রেফতার করেছে। বোরহানউদ্দিন থানার ওসি মু. এনামুল হক জানান, হত্যাকান্ডের সাথে জড়িত কেউ পার পাবেনা। দ্র”ততর সময়ের মধ্যে হত্যাকারীরা গ্রেফতার হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।