আশুলিয়ায় বহুতল ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০১৯ ০৪:৪৮ অপরাহ্ন
আশুলিয়ায়  বহুতল ভবন থেকে পড়ে নির্মান শ্রমিকের মৃত্যু

শিল্পাঞ্চল আশুলিয়ার একটি নির্মাণাধীন  বহুতল ভবনে কাজ করার সময় তৃতীয় তলার ছাদ থেকে   পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।নিহতের নাম নাজমুল হারুন (২০)। সে গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার গৌড়গোড়া গ্রামের নয়েশ মিয়ার ছেলে।বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শিমুলতলা এলাকার জাহাঙ্গীর মীরের নির্মাণাধীন ভবন থেকে পড়ে  শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।প্রত্যাক্ষদর্শী শ্রমিক হাসান আলী জানায়, প্রতিদিনের মত আজ সকালেও শিমুলতলা এলাকার জাহাঙ্গীর মিরের নির্মাণাধীন ছয় তলা ভবনে কাজে যান তারা।  ভবনের তিন তলার ছাদের কিনারে একটি ভীমের কাজ করছিল হারুন। এসময় হঠাৎ পা পিছলে সে ভবনের নিচে পড়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

এদিকে সড়কের পাশে বহুতল এই ভবনটি দীর্ঘ দিন ধরে কোন প্রকার সেফটি ছাড়াই নির্মাণ কাজ করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। এমনকি নির্মাণাধীন ভবন সংলগ্ন ব্যস্ততম শাখা সড়কটি দিয়ে প্রতিদিন শত শত মানুশষর ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে নির্মাণাধীন ভবনের পয়-নিস্কাশনের ব্যবস্থা না থাকায় ভবনের বর্জ্য ও পানি পড়ে আশপাশের সড়কগুলো চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিনিয়ত হাজার-হাজার পোশাক শ্রমিকসহ সাধারণ জনতা চলাচল করে। এসময় তাদেরকে চলাচলে বিপাকে পড়তে হয়। ভবন মালিক প্রভাবশালী হওয়ায় এ বিষয়ে ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে রাজী হননি।আশুলিয়া থানা পুলিশ জানায়  , নিহতের মরদেহ উদ্ধার করে ময়ণা তদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।