বোরহানউদ্দিনে স্থানীয় সরকার বিভাগের ডিজি’র দূর্নীতির বিরুদ্ধে হুশিয়ারী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০১৯ ০৪:২৩ অপরাহ্ন
বোরহানউদ্দিনে স্থানীয় সরকার বিভাগের ডিজি’র দূর্নীতির বিরুদ্ধে হুশিয়ারী

ভোলার বোরহানউদ্দিনে বৃহস্পতিবার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা,পর্যবেক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন উইংয়ের মহাপরিচালক(ডিজি)অতিরিক্ত সচিব নিখিল রঞ্জন রায়। ওই সময় তিনি প্রায় ১৫ টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে ডিজি বলেন, প্রধানমন্ত্রীর সু-স্পষ্ট নির্দেশনায় সকল উন্নয়ন কাজ শতভাগ সঠিক ভাবে সমাপ্ত করতে হবে। উন্নয়ন কাজে কেউ দূর্নীতির আশ্রয় নিলে তাকে কোন ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করেন। তবে সরকারের বাস্তবায়নাধীণ বিভিন্ন প্রকল্প স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলের  দেখ-ভাল,পরিদর্শন ও তাৎক্ষনিক ব্যবস্থা নেয়ায় খবরে সন্তোষ প্রকাশ করেন।

এর আগে ডিজি নিখিল রঞ্জন রায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচী নিয়ে মতবিনিময় সভা করেন। ওই সময় সভায় উপস্থিত ছিলেন,ভোলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ছিদ্দিকুর রহমান,বোরহানউদ্দিন উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা নির্বাহি অফিসার মোছা. খালেদা খাতুন রেখা, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন, বোরহানউদ্দিন থানার ওসি মু.এনামুল, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সংবাদকর্মী।