বরিশালের আগৈলঝাড়া নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সাথে উপজেলা এনজিও সমন্বয় পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, মলিনা রানী রায়ের অফিস কক্ষে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি সিসিলিয়া পারুল মন্ডল, সাধারন সম্পাদক কাজল দাস গুপ্ত, কোষাধ্যক্ষ বদিউল আলম, এনজিও সমন্বয় পরিষদের সদস্য জিএম ফারুক, টলী ভদ্র, ফ্রান্সিস মিন্ত্রি, কমল আইচ, মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম লিটন প্রমুখ। সভায় এনজিও সমন্বয় পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সকল ভালো কাজের সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। পরে এনজিও সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ উপজেলা চেয়ারম্যানকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।