বাড়ির পাশের নদীতে গোসল করতে গিয়েছিলেন এক নবদম্পতি। প্রথমে গোসল সেরে তীরে উঠে আসলেন স্ত্রী। এর পর স্বামী নামলেন গোসলে। কিন্তু তিনি আর উঠে আসতে পারলেন না। নদীর পানিতে ডুবেই প্রাণ হারান তার স্বামী। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জে কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম- জনি মোল্লা (২৫) ও তার স্ত্রী হলেন-মিতু বেগম। জনি ওই গ্রামের সাবু মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, নববিবাহিত জনি মোল্লা ও তার স্ত্রী মিতু বেগম সকালে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যায়। প্রথমে স্ত্রী গোসল করে উপরে ওঠে আসে। এর পর জনি নদীর পানিতে ডুব দেয়। এক ডুবের পর দ্বিতীয় ডুবে দিয়ে জনি আর উপরে না উঠায় স্ত্রী চিৎকার চেঁচামেচি শুরু করে। এ ঘটনায় এলাকাবাসী নদীতে নেমে খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবরি দল দীর্ঘ সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় লাশটি উদ্ধার করে। মাত্র চার মাস আগে মিতুর সঙ্গে জনির বিয়ে হয় বলেও জানায় তার পরিবার।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।