নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০১৯ ১২:২৫ অপরাহ্ন
 নরসিংদীতে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক ভেলানগরে গোয়েন্দা পুলিশের অভিযানে নিষিদ্ধ মাদক ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।মঙ্গলবার (৭মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে  জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক আব্দুল গাফফার পিপিএম (বার) এর একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতরা হলো, গাজীপুর জেলার কালিগঞ্জ থানা দিদুয়া গ্রামের মোশারফ হোসেনের পুত্র মিঠুন আহম্মেদ  বিজর (৩২)ও নরসিংদী সদর উপজেলার পশ্চিম ঘোড়াদীয়া মহল্লার মোক্তার হোসেনের পুত্র ইমরান হোসেন (২৭)কে গ্রেফতার করে।গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল গাফফার সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার কেন্দ্রীক ইয়াবা ব্যবসা করে আসছিল।পর্যাপ্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদেরকে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।নরসিংদী সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর