আবারো চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ৯ই মে ২০১৯ ১১:১১ পূর্বাহ্ন
আবারো চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ ও ছিনতাই

বাংলাদেশ রেলওয়ের ফেসবুক ফ্যান পেইজে রেলওয়ের কর্মচারী মঈনউল্লাহ জানিয়েছেন, গতরাতে তিনি ডিউটি করেছেন ময়মনসিংহ-চট্টগ্রাম রুটের বিজয় এক্সপ্রেসে। তিনি লিখেছেন, ‘৭৮৬ নং ডাউন বিজয় এক্সপ্রেসে একই সাথে দুটি ঘটনা আমাকে মর্মাহত করেছে। প্রথমটি আঠারোবাড়ি স্টেশন পার হবার পরই দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে পৃথক দুটি কোচে দুইজন পুরুষ, একজন ষাটোর্ধ্ব, যার ঠোঁট ফেটে যায়। আর একজনের বয়স চল্লিশের উপরে, যার চোখের নিচের অংশ কেটে যায়। জরুরি তারবার্তার মাধ্যমে ঢাকা কন্ট্রোলকে অবহিত করে যাত্রি দুইজনকে কিশোরগন্জ স্টেশনের স্টেশন মাস্টার কার্তিকবাবুর মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দিয়ে যথারীতি গাড়ি ছেড়ে যাই।

ট্রেন ভৈরব স্টেশনে পৌছলে ছাড়ার আগমূহুর্তেই ছিনতাই কারি এক যাত্রির মোবাইল টানদিলে ঐ যাত্রিও ছিনতাইকারিকে ধরতে লাফিয়ে নামলে তাকে ছিনতাইকারিরা ধারালো চাপাতি দিয়ে এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। ট্রেনের গতি বাড়ার আগেই যাত্রি গাড়িতে উঠে আসে এবং আশপাশের যাত্রিরাসহ ঐ কোচের স্টুয়ার্ড ম্যনেজারের মাধ্যমে আমাকে জানায়, আমি জানামাত্রই ট্রেনের কর্তব্যরত জিআরপি’র এএসআই ওবায়দুল সাহেবকে বিষটি বিস্তারিত জানতে বলি। যাত্রি তথ্য সংগ্রহ করে ঢাকা কন্ট্রোলকে অবহিত করি। ট্রেনটি আখাউড়া আসামাত্রই যাত্রিকে আখাউড়া জিআরপি পুলিশের সহযোগিতায় দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।’

ইনিউজ ৭১/এম.আর