সরাইলে রোজদারকে ইফতার সামগ্রী বিবরণ!

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: বুধবার ৮ই মে ২০১৯ ১১:২৮ পূর্বাহ্ন
সরাইলে রোজদারকে ইফতার সামগ্রী বিবরণ!

ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় রোজদারমাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেপরিবর্তন চাই একটি সামাজিক সংগঠন মঙ্গলবার প্রথম রোজা (৭ এপ্রিল) উপজেলার সদরে বিভিন্ন গ্রামে এতিম, বৃদ্বাদের মাঝে সরাইল অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন "পরিবর্তন চাই" এর উদ্যোগে এ ইফতার সামগ্রী দেওয়া হয়।

এ সময় এতিম বৃদ্ধাদের নিজ বাড়িতে গিয়ে ইফতার বিতরণে সাহায্য করেন সমাজকর্মী মোঃ রওশন আলী, মোঃ সেলিম ইফরাদসহ পরিবর্তন চাই গ্রুপের এডমিন মোঃ ইরফান আহমেদ ও অন্যান সদস্য বৃন্দ। এসময় কথা হয় পরিবর্তন চাই গ্রুপের এডমিন মো ইরফান আহমেদের সাথে তিনি বলেন,পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম মাসব্যমাসব্যাপী চলবে বলে জানান। 

ইনিউজ ৭১/এম.আর