নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের কোটিপতি স্বর্ণ ব্যবসায়ী আপন জুয়েলার্সের মালিক জসিম উদ্দিনের ছেলে মো. শাহেদের দেয়া আগুনে পুড়ে ছাই হলো মিলনের ফল দোকান। পাশাপাশি এ আগুনে পুড়ে গেল মিলনের স্বপ্ন ও ভবিষ্যত।
মঙ্গলবার বেলা ২টায় বসুরহাটে আপন জুয়েলার্সের সামনে থেকে ফল ব্যবসায়ী মিলনকে উচ্ছেদ করার জন্য তার দোকানে পেট্রল ঢেলে আগুন দেয় শাহেদ। পরবর্তীতে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ শাহেদকে আটক করে থানায় নিয়ে গেছে বলে জানা গেছে।
এমন ঘটনার প্রেক্ষিতে ব্যবসায়ীদের প্রশ্ন, শাহেদের এমন আচরণের বিচার কি হবে? নাকি সেটিও টাকার ভারে পিষ্ট হবে। পুলিশ তাকে কোনো বিচার ছাড়া ছেড়ে দিলে এ গরীব মানুষগুলোর প্রতি আরও বেশি অত্যাচার বেড়ে যাবে। এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি বলেন, আপন জুয়েলার্সের মালিকের ছেলে তার দোকানের সামনে রাখা একটি খাচির মধ্যে আগুন দিয়েছে। তবে কোনো দোকানে আগুনের ঘটনা ঘটে নাই
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।