
প্রকাশ: ৭ মে ২০১৯, ১:৪৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এক যুবকের কান কেটে দিয়েছে প্রেমে জড়ানো গৃহবধুর স্বামী। সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে বলে টুঙ্গিপাড়া থানার ডিউটি অফিসার এএসআই মো. লাভলু মাতব্বর জানিয়েছেন। এ ঘটনায় ওই যুবকের বাবা টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়ার শ্রীরামকান্দি গ্রামের শওকত সরদারের ছেলে সোহাগ স্ত্রী-সন্তান বাড়িতে রেখে ঢাকায় একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরি করে। পাশের বাড়ির শুকুর আলীর কলেজ পড়ুয়া ছেলে রাজীব সোহাগের স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব