চীন থেকে আসার কথা হুইল চেয়ার, আসলো ইট!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ৭ই মে ২০১৯ ০৬:৫০ অপরাহ্ন
চীন থেকে আসার কথা হুইল চেয়ার, আসলো ইট!

চট্টগ্রাম বন্দরে হুইল চেয়ার ও ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণায় চীন থেকে আসা তিনটি কনটেইনারে পাওয়া গেছে ইট। সোমবার (৭ মে) মুদ্রা পাচারের আশঙ্কায় আমদানি ঋণপত্র খোলা ব্যাংককে বিষয়টি জানিয়েছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ।

কাস্টম হাউস সূত্রে জানা গেছে, হুইল চেয়ার এবং ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা দিয়ে কনটেইনারগুলো বন্দরে এনেছিল ঢাকার একটি আমদানিকারক প্রতিষ্ঠান। সরকারি একটি গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার তিনটির কায়িক পরীক্ষায় ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়। ১ হাজার ৭টি হুইল চেয়ার ও ৪৫০ পিস ক্রাস প্ল্যাস ওয়াকার ঘোষণা থাকলেও একটি কনটেইনারে কেবল ৪০টি হুইল চেয়ার পাওয়া গেছে। বাকিগুলোতে বস্তাভর্তি ইট পাওয়া রয়েছে।

কাস্টম হাউসের কমিশনার কাজী মোস্তাফিজুর রহমান বলেন, হুইল চেয়ারের একটি চালানে ইট পাওয়া গেছে। আমাদের ধারণা মুদ্রা পাচার হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। ইতিমধ্যে বিষয়টি ব্যাংককে জানিয়েছি। তদন্তের পর এ ব্যাপারে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব