স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত মাহে রমজান উপলক্ষে পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় রাজধানীর কারওয়ানবাজার এলাকার মানুষ স্বস্তিতে বাস করতে পারেনি। কারণ এ এলাকায় প্রায় মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। কিন্তু আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে। ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারছেন। এখন ক্রেতার টাকাও ছিনতাই হয় না।
তিনি বলেন, এখনও কিছু সমস্যা রয়ে গেছে। তবে এটা ব্যবসায়ীদের ব্যর্থতা। তারা যদি প্রশাসনকে না জানান তা হলে কীভাবে ব্যবস্থা নেয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোথাও কোনো ধরনের চাঁদাবাজি হলে একবার সাহস করে আমাদের জানান, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হবে। কোনো ধরনের চাঁদাবাজকে আমরা প্রশ্রয় দেব না। সর্বদা সব জায়গায় শান্তি থাকবে, এটাই সরকারের প্রত্যাশা।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।