পলাশে শ্লীলতাহানির চেষ্টায় গণধোলাই খেলেন আ.লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক
আল-আমিন মিয়া, উপজেলা প্রতিনিধি পলাশ (নরসিংদী)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই মে ২০১৯ ০৪:৫৬ অপরাহ্ন
পলাশে শ্লীলতাহানির চেষ্টায় গণধোলাই খেলেন আ.লীগ নেতা

নরসিংদীর পলাশ উপজেলায় ১০ বছরের এক শিশুকে শ্লীলতাহানি করতে গিয়ে গ্রামবাসীর হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে কিরণ শিকদার নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা। সোমবার রাতে উপজেলার পৌর এলাকার বালুচর পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। গণধোলাইয়ের শিকার হওয়া কিরণ শিকদার ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সহ সভাপতি পদে দায়িত্বে রয়েছেন।

এছাড়া তিনি সাজ ডেকারেটর নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। স্থানীয় এলাকাবাসী জানান, সোমবার বালুচরপাড়া গ্রামে মৃত্যু বার্ষিকী অনুষ্ঠানের ডেকারেটরের কাজ করতে গিয়ে কিরণ শিকার ওই গ্রামের একটি ১০ বছরের শিশুকে নির্জন স্থানে ডেকে নিয়ে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। পরে শিশুটি আত্মচিৎকার দিলে কিরণ শিকদার তাকে ছেড়ে দিয়ে ঘটনাস্থল থেকে সরে পড়ে।

পরে বিষয়টি শিশুটির পরিবার ও এলাকাবাসী জানতে পেরে উত্তেজিত এলাকাবাসী কিরণ শিকদারকে আটক করে ঝাড়– ও জুতাপিটা করে আটকে রাখে। একপর্যায়ে বিষয়টি ছড়িয়ে পড়লে কিরণ শিকদারের পরিচিত লোক এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়।এ ব্যাপারে অভিযুক্ত কিরণ শিকদারের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এটি একটি ভুলবুঝা বুঝির ঘটনা। পরে বিষয়টি মীমাংসা করে নেওয়া হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব