রাজধানীর খিলক্ষেতে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এই ঘটনায় দুই র্যাব সদস্য আহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩৭ বছর। র্যাব-১ এর এসপি মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সোমবার দিনগত গভীর রাতে খিলক্ষেতের ডুমনী এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, আনুমানিক দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
এসপি মো. কামরুজ্জামান বলেন, সোমবার আনুমানিক রাত ১টার দিকে ওই এলাকায় কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে জেনে আমাদের নিয়মিত টহল ঘটনাস্থলে যায়। তখন তাদের ওপর হামলা চালায় মাদক ব্যবসায়ীরা। এতে দু’পক্ষের মধ্যে গুলিবিনিময় চলে। পরে গুলিবিদ্ধ অবস্থায় এক মাদক ব্যবসায়ীকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।