সরাইলে এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন ফারজানা প্রিয়াংকা

নিজস্ব প্রতিবেদক
মো: তাসলিম উদ্দিন, নিজস্ব প্রতিনিধি সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশিত: মঙ্গলবার ৭ই মে ২০১৯ ১১:৪৮ পূর্বাহ্ন
সরাইলে এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন ফারজানা প্রিয়াংকা

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সহকারি কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করলেন মোছাঃ ফারজানা প্রিয়াংকা। গত ২৩ এপ্রিল তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এরআগে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে ছিলেন। ফারজানা প্রিয়াংকা ৩৪ তম বিসিএস ক্যাডার। তাঁর বাড়ি চাঁদপুর জেলায়।নবাগত সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকা এ প্রতিবেদককে বলেন, এসিল্যান্ড হিসেবে সরাইল উপজেলা আমার প্রথম কর্মজীবন।

আমার মেধা ও পরিশ্রম দিয়ে এখানে সকল কিছুর ঊর্ধ্বে থেকে আমি আমার দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করে যাব। এ ক্ষেত্রে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন। উল্লেখ্য, সরাইল উপজেলায় দীর্ঘ দিন এসিল্যান্ড পদ শূন্য ছিল। উপজেলা নির্বাহী অফিসার এ এস এম মোসা এখানে অতিরিক্ত দায়িত্বে ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর