
প্রকাশ: ৬ মে ২০১৯, ৪:৪১

টাঙ্গাইলের ঘাটাইলে এসএসসি পরীক্ষায় প্রত্যাশিত ‘এ প্লাস’ না পেয়ে এক ছাত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আসফিয়া মুন্না নিপা (১৬) নামে ওই ছাত্রী ‘বি’ (৩.৩৯) গ্রেড পাওয়ায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে তার পরিবার। সোমবার (৬ মে) দুপুরে ঘাটাইল হাসপাতাল এলাকায় তাদের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিপা উপজেলার আথাইল শিমুল গ্রামের আরশেদ আলী ও শামসুন্নাহার দম্পত্তির মেজো সন্তান। সে আথাইল শিমুল উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিল।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব