গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৬ মে) রাত ৯টার দিকে একটি ঝুটের গোড়াউন থেকে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে।
আজ সোমবার (৬ মে) রাত ৮টা ২০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, সোমবার রাত ৮টা ২০ মিনিটের দিকে টঙ্গীর দত্তপাড়া এলাকায় একটি ঝুটের গুদামে ভয়াবহ আগুন লেগেছে।
এ ঘটনায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। আগুন লাগার কারণ জানতে চাইলে তিনি জানান, এখন পর্যন্ত সে ব্যাপারে কিছু জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে বিস্তারিত জানানো যাবে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।