বরিশালে দৈনিক সুন্দরবন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: সোমবার ৬ই মে ২০১৯ ০৯:৪১ অপরাহ্ন
বরিশালে দৈনিক সুন্দরবন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল থেকে প্রকাশিত পাঠকপ্রিয় দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (৬ মে) বিকাল ৫ টায় নগরীর ব্রাউন কম্পাউন্ড রোডস্থ পত্রিকা কার্যালয়ের সম্মুখে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান, বিএমপি’র উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বিএমপি ডিবি পুলিশের সহকারী কমিশনার নাসিরউদ্দিন মল্লিক, বিএমপি ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার ফায়জুল ইসলাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রবিন শীষ, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক শাহনামা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, দৈনিক সুন্দরবন পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সাল, সম্পাদক মন্ডলীর সভাপতি ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, চ্যানেল২৪ এর বরিশাল ব্যুরো প্রধান প্রাচুর্য্য রানা, যায়যায়দিন পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান আরিফুর রহমান, দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সহ-যুগ্ম সম্পাদক তনয়, সহ-ব্যবস্থাপনা সম্পাদক নবরাজ, সিনিয়র উপদেষ্টা মর্তূজা আবেদীন, উপদেষ্টা রফিক সেরনিয়াবাত, বার্তা সম্পাদক এম.কে. রানা, যুগ্ম বার্তা সম্পাদক এম.জাহিদ, মফস্বল বার্তা সম্পাদক মুরাদ হোসাইন, মিডিয়া ব্যক্তিত্ব সুজন খান, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ আলী খান বাদশা, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব খান সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শুরুতে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুজিব ফয়সালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে আগত অতিথিরা কেক কেটে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সিনিয়র উপদেষ্টা সম্পাদক আমিনুল ইসলাম তোতা।

ইনিউজ ৭১/এম.আর