শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নে আশ্রয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মিত গুচ্ছ গ্রামে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার (৬ মে) দুপুর ১২ দিকে ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের ১২০টি পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন শরীয়তপুর জেলার প্রশাসক মো.কাজী আবু তাহের।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্ব চাবি হস্তান্তর আনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শাহ মোহাম্মদ শাখাওয়াত হোসন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদ উদ্দীদ আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হুমায়ুন কবির, স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী, সুবিধাভোগীদের মধ্যে বক্তব্য রাখেন হালিমা বেগম,ও মনির হোসেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।