নরসিংদীর পৌর শহরের বানিয়াছল রেলওয়ে কলোনি এলাকায় সদর মডেল থানা পুলিশের অভিযানে ২৭ টি মাদক মামলার আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম(৩২)কে ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।গত রবিবার(৫ মার্চ) রাতে বিশেষ অভিযান চলাকালে ২৭ টি মাদক মামলার পলাতক আসামি কুখ্যাত মাদক সম্রাজ্ঞী লাকি বেগম গ্রেফতার হয়।লাকি বেগম বৌয়াকুড় এলাকার মাদক ব্যবসায়ী সাজা প্রাপ্ত আসামী জাহাঙ্গীর মিয়ার স্ত্রী।পুলিশ সাংবাদিকদের জানায়, গ্রেপ্তারকৃত লাকি পেশাদার মাদক কারবারি লাকির বিরুদ্ধে মাদকের ২৭ টি মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার উপ-পুলিশ পরিদর্শক নঈমুল ইসলাম মোস্তাক সংগীয় ফোর্স নিয়ে রেলওয়ে কলোনিতে অভিযান চালায়।বিক্রি করার সময় ৭০ পিস ইয়াবাসহ লাকিকে গ্রেফতার করে।নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দুজ্জামান সাংবাদিকদের জানান, গ্রেফতারকৃত লাকির বিরুদ্ধে ২৭ টি মামলা রয়েছে।সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।লাকিকে আদালতে প্রেরণ করা হয়েছে।জাহার মামলা নং-১৯/৫/১৯, লাকীর বিরুদ্ধে মোট মামলা ২৮ টি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।