ব্রাক্ষণবাড়িয়া শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় এবারো এসএসসি পরিক্ষার ফলাফলে ব্রাক্ষণবাড়িয়ার ফাসের হার ও জিপিএ -৫ এগিয়ে রয়েছে। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মোট ৩১২ জন শিক্ষার্থী অংশ নেয়। ৩১১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়। আরেক জন অসুস্থ থাকায় অকৃতকার্য হয়।পাসের হার ৯৯ দশমিক ৬৮ শতাংশ। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। জানাযায়,জেলা শহরের গভ: মডেল গার্লস হাই স্কুলে এসএসসি পরিক্ষায় অংশ নেয় ২১২ জন।কৃতকার্য হয়েছেন ২১০ জন।পাসের হার ৯৯ দশমিক ৯ শতাংশ। এ স্কুলে জিপিএ-৫ পেয়েছে ৮৯ জন।শহরের আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ থেকে ১৮৬ জন এসএসসি পরিক্ষায় অংশ নেয়। কৃতকার্য হয় ১৮১ জন পরিক্ষার্থী। পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ। এই শিক্ষা প্রতিষ্টান থেকে জিপিএ-৫ পেয়েছে ১৩ জন পরিক্ষার্থী।
সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মোট ৩২২ জন অংশ নেয়।কৃতকার্য হয়েছে ৩১৮ জন।এ শিক্ষা প্রতিষ্টানের পাসের হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭৬ জন পরিক্ষার্থী। অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন ইনিউজ৭১ কে বলেন,অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় মোট ৩১২ জন অংশ নিয়ে ৩১১ জন পরিক্ষার্থী কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৪২ জন। জিপিএ-৫ ও পাসের হারের দিক দিয়ে শীর্ষে আপনার শিক্ষা প্রতিষ্ঠান এমন প্রশ্নের জবাবে ফরিদা নাজমীন বলেন, এ রেজাল্টে আমরা খুশি। আমার বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও অভিবাবকদের কারনে আমরা এ সাফল্য পেয়েছি।তিনি আগামিতে আরো ভালো ফলাফল করার আশা ব্যক্ত করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।