বাউফলে অন্তসত্তা গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই মে ২০১৯ ০৫:৩৯ অপরাহ্ন
বাউফলে অন্তসত্তা গৃহবধূকে নির্যাতন

পটুয়াখালীর বাউফলে অন্তসত্তা গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। এ ব্যাপারে মামলা না করার হুমকি দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কালাইয়া গুচ্ছ গ্রামে। একাধিক সূত্রে খোজ নিয়ে জানা যায়, উপজেলার কালাইয়া ইউপির ১নং ওয়ার্ডে গুচ্ছ গ্রামে কালাম খা সাথে মনির হাওলাদারের ছেলে ফিরোজ হাওলাদারের দীর্ঘদিন ধরে পারিবারিক দন্ধ চলে আসছিল। ঘটনার দিন বুধবার ফিরোজ হাওলাদারকে এক মহিলার সাথে অপ্রীতিকর অবস্থায় দেখে ফেলে শান্তাসহ বাড়ির কয়েকজন। এই অপ্রীতিকর ঘটনা এলাকায় জানাজানি হলে ফিরোজ ক্ষুব্ধ হয়ে উঠে। ঘটনার দিন সন্ধা সাড়ে ৭ টার দিকে শান্তা উপর হামলা চালায় ফিরোজ হাওলাদার। গৃহবধু শান্তাকে অসুস্থ অবস্থায় বাউফল হাসপাতালে ভর্তি করা হয়।

শান্তা জানান, ঘটনার সময় আমি ও আমার জাঁ পাশের রিয়াজ বিশ্বাসের ঘরে কথা বলতে ছিলাম। হঠাৎ ফিরোজ হাওলাদার এসে আমাকে এলোপাথারি মারতে থাকে এবং আমার তলপেটে লাথি মারে। এরপরে কি হয়েছে আমি বলতে পারি না। কর্তব্যরত ডাক্তার জানান, শান্তা প্রচন্ড আঘাত পেয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হয়েছে। বিবাদী ফিরোজ হাওলাদার এ প্রতিনিধিকে এক ভিডিও সাক্ষাতকারে বলেন, আমার অপ্রীতিকর ঘটনা এলাকায় জানানোর জন্য শান্তাকে দুটো লাথি মেরেছি। এ ব্যাপারে বাউফল থানা ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা  নেয়া হবে।

ইনিউজ ৭১/এম.আর