পটুয়াখালীর মির্জাগেঞ্জ ৬টি মাদ্রাসা থেকে এবারে শতভাগ পাশ করেছে। এ মাদ্রাসা গুলোতে শতভাগ পরিক্ষার্থী কৃতকার্য হওয়ায় শিক্ষক,অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরন করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ২৯টি মাদ্রাসা থেকে ৬২৯ জন পরিক্ষার্থী এবারে পরিক্ষায় অংশ গ্রহন করে এবং কৃতকার্য হয় ৫২৮জন পরিক্ষার্থী। পাশের হার-৮৩.৯৪%। অকৃতকার্য হয়েছে ১০১ জন পরিক্ষার্থী।
শতভাগ পাশ করা ৬টি মাদ্রাসাগুলো হচ্ছে-চৈতা নেছারিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৮জন পরিক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে,ময়দা সালেহিয়া দাখিল মাদ্রাসা থেকে ২২ জনের মধ্যে ২২ জনই কৃতকার্য,কলাগাছিয়া আ.এ দাখিল মাদ্রাসা থেকে ৩৯ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ, পশ্চিম কালিকাপুর হোঃ দাঃ মাদ্রাসা থেকে ১৩জন পরিক্ষার্থীদের মধ্যে শতভাগ পাশ, আন্দুয়া আমিনিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০ জন পরিক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ এবং পূর্ব আন্দুয়া বালিকা দাখিল মাদ্রাসা থেকে ১৯ জন পরিক্ষার্থীদের মধ্যে ১৯জনই পাশ করেছে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক্ষা শিক্ষা অফিসার কাজী সাইফুদ্দীন ওয়ালীদ বলেন, এবারে এসএসসি পরীক্ষার্থদের পাশাপাশি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা ভালো রেজাল্ট করেছে। শিক্ষকরা পাঠদানে সচেতন হওয়ায় উপজেলার ৬টি মাদ্রাসা থেকে শতভাগ পাশ করতে পেরেছে। আগামীতে এরচেয়ে বেশি প্রতিষ্ঠানে শতভাগ পাশ করবে বলে আশা করছি।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।