আগৈলঝাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: সোমবার ৬ই মে ২০১৯ ০৫:১৩ অপরাহ্ন
আগৈলঝাড়ায় জিপিএ-৫ পেয়েছে ৭৭ জন শিক্ষার্থী

বরিশাল শিক্ষা বোর্ডের আওতায় এসএসসি পরীক্ষার সোমবার প্রকাশিত ফলাফলে আগৈলঝাড়ায় জিপিএ ৫ পেয়েছে ৭৭ জন শিক্ষার্থী। উপজেলায় পাশের হার শতকরা ৭৮ দশমিক ২২, বরিশাল বোর্ডে পাশের হার ৭৭ দশমিক ৪১।

তিনটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শ্রীমতি মাতৃ মঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয় ১৪টি, সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ১১টি, ভেগাই হালদার পাবলিক একাডেমিতে ৭টি, কোদালধোয়া মাধ্যমিক বিদ্যালয় ১০টি, বারপাইকা মাধ্যমিক বিদ্যালয় ৭টি, পয়সা স্কুল এন্ড কলেজ ৩টি, আস্কর স্কুল এন্ড কলেজ ৩টি, সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ৩টি, টেমার মালেকা খাতুন বালিকা বিদ্যালয় ৩টি, রাজিহার মাধ্যমিক বিদ্যালয় ২টি, রামানন্দেরআকঁ মাধ্যমিক বিদ্যালয় ২টি, বাটরা প্রেমচাঁদ বালিকা বিদ্যালয় ২টি, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২টি, ছয়গ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে ২টি, মোল্লাপাড়া মাধ্যমিক বিদ্যালয় ১টি, নাঘিরপাড় মাধ্যমিক বিদ্যালয় ১টি, রত্নপুর মাধ্যমিক বিদ্যালয় ১টি, বাটরা মাধ্যমিক বিদ্যালয় ১টি জিপিএসহ মোট ৭৭জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

ইনিউজ ৭১/এম.আর