উখিয়ার সাড়ে ৯ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ৬ই মে ২০১৯ ০৫:০৯ অপরাহ্ন
উখিয়ার সাড়ে ৯ হাজার ইয়াবাসহ পাচারকারী আটক

কক্সবাজারস্থ ৩৪ বিজিবির আওতাধীন রেজুআমতলী বিওপির বিজিবি সদস্যরা ৯ হাজার ৪শ পিস ইয়াবাসহ ১ পাচার কারীকে আটক করেছে। ৫ মে সন্ধ্যার দিকে রেজুআমতলী বিওপি’র সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ৪ নং রাজাপালং ইউপি’র জলিলেরগোদা নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মোঃ মামুনুর রশিদের হাতে থাকা ব্যাগ তল্লাশী করে ২৮,২১,৫০০/- টাকা মূল্যের ৯৪০০ পিস বার্মিজ ইয়াবা, ১ টি মোবাইল ফোন এবং ১ টি হাত ঘড়ি উদ্ধার করতে সক্ষম হয়।

আটককৃত মালামালসহ আসামীকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে। আটক মামুন রাজাপালং ইউনিয়নের টাইপালং গ্রামের মোহাম্মদ শফির পুত্র । এ ঘটনার মামুন ছাড়াও ৩ জনকে পলাতক দেখিয়ে বিজিবি মামলা দায়ের করেছে। পলাতক আসামীরা হলেন (১) মোঃ নজরুল শিকদার (৩৫), পিতা-সামছুল আলম শিকদার, গ্রাম-টাইপালং, পোষ্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। (২) মোঃ রকি (২২), পিতা-মোঃ মিরু, গ্রাম-টাইপালং, পোষ্ট+থানা-উখিয়া, জেলা-কক্সবাজার। (৩) মোঃ নুর আলম, পিতা-মৃত আলী আহম্মেদ, গ্রাম-রেজুআমতলী, পোষ্ট-চাকবৈঠা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান।

ইনিউজ ৭১/এম.আর