এ বছরের এসএসসি ফলাফলে পরিবারের দারিদ্রতার কাছে হার মানেননি মো. হামিম। হামিম এ বছর বোরহানউদ্দিন সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ নোমান জানান, পরিচর্চা পেলে হামিমের মেধার কাছে সফলতা ধরা দেবেই। হামিমের বাবা বেঁচে নেই আয়র উৎস মায়ের টিউশনি। হামিমের বাড়ি উপজেলার বড়মানিকা ইউনিয়নের তিন নাম্বার ওয়ার্ডে ঢালী বাড়ি পরিচিত। বাবা জাহাঙ্গির ড্রাইভার ২০১৩ সালের ১০ মার্চ যাত্রী হিসেবে বাসে চড়ে ভোলা সদর যাবার পথে দূর্ঘটনায় মারা যান। হামিম তখন চতুর্থ শ্রেনীর ছাত্র। ওই সময় বড় বোন আসমার সদ্য বিয়ে হয়েছে, আরেক বড়বোন সাথীূ আক্তার টুম্পা অষ্টম শেণিতে পড়তো। পরিবারের উপার্যনকারী একমাত্র ব্যাক্তির মৃত্যুতে অন্ধকার নেমে আসে হামিমের মা ফাতেমার সংসারে।
সোমবার ফাতেমা বেগম জানান, সম্পদ বলতে তার ম্বামী ভিটেমাটি আর ৮ শতক জমি রেখে যায়। জমি থেকে বছরে দুই হাজার টাকা পাওয়া যায়। ওই টাকা দিয়ে ১ মাসের সংসার খরচও চালানো যায়না। তার ব্রত ছিলো যেভাবে হোক সন্তানদের শিক্ষিত করবেন। হামিমের বড় বোন টুম্পা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রী। হামিম সহ তার বড় বোনের পড়াশোনার খরচ জোগাতে তাকে ধার- দেনা করতে হয়। হামিমের মা ফাতেমা ক্লাশ নাইন পর্যন্ত পড়াশোনা করেছেন। ওই বিদ্যায় ভর করে তিনি সকালে এলাকার ছেলে-মেয়েদের আরবী পড়ান,বিকালে ক্লাশ ফোর ফাইভের শিক্ষার্থীদের বাংলা আর অংক শিখান। এর বিনিময়ে তার আড়াই হাজার টাকা আয় হয়। এ টাকায় টেনে টুনে সংসার চলে, পাশাপাশি সন্তানদের পড়াশোনা। ফাতেমা বেগম আরো বলেন, দিন দিন যেভাবে খরচ বাড়ছে তাতে কিভাবে ওদের পড়াবো এই ভেবে চোঁখে-মুখে অন্ধকার দেখি। হামিম জানান, তার মৃত বাবার স্বপ্ন ছিলো আমাকে ডাক্তার বানানো। বাবার স্বপ্ন পূরনে আমার চেষ্টার ত্রুটি থাকবেনা।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।