মর্নিংসান-৯ লঞ্চের নিচে পরে, নৌকায় বসে নদীতে জাল ফেলে মাছ ধরতে থাকা হানিফ সরদার (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিহত হানিফ বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর আবুপুর এলাকার মৃত মন্নান সরদারের ছেলে। তার সাথে নৌকায় থাকা কবির বেপারী (৩০) নামে অপর একজন আহত হয়ে, মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার নিচ্ছে। আহত কবির কৃষ্ণপুর এলাকার নুরুজ্জামান বেপারীর ছেলে। দুর্ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানায়, পহেলা মে বুধবার রাতে চর আবুপুরের নয়াভাঙ্গা নদীতে জাল ফেলে নৌকায়ই অবস্থান করছিলো হানিফ সরদার এবং তার সহযোগি কবির বেপারী। রাত সাড়ে ১১ টার দিকে মনিংসান-৯ লঞ্চটি তাদের নৌকার উপর দিয়ে চলে যায়। এতে নৌকাটি ভেঙ্গেচুরে হানিফ নদীতে ডুবে যায়। ঐরাতে হানিফকে আর খুজে পাওয়া যায়নি।
অপর দিকে কবিরকে আহত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। পরের দিন ২মে বৃহস্পতিবার সকালে অন্য জেলেদের জালে হানিফের লাশ পাওয়া যায়। পরে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে। ঘটনার ব্যাপারে হরিনাথপুর ফাড়ির ইনচার্জ এস,আই তারেক জানান, লঞ্চের নিচে পরে জেলে হানিফ সরদার নিহত হয়েছে ঠিকই। তবে লঞ্চটি মনিংসান-৯ কি না তার জানা নেই। তিনি জানান লাশের সুরতহাল রিপোর্ট করা হয়েছে। দুর্ঘটনার ব্যাপারে হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি ) মাকসুদুর রহমান, ইনিউজ৭১কে জানান, লঞ্চের নিচে পরে নিহত হানিফ সরদারের পরিবারের অনুরোধেই লাশের ময়না তদন্ত করা হয়নি। তাছাড়া নিহতের পরিবারের পক্ষ থেকে হিজলা থানায় অভিযোগও করা হয়নি, তাই মামলা হয়নি। তবে পরিবারের কেউ যদি এখনো লঞ্চের বিরুদ্ধে থানায় অভিযোগ করে, তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।