ব্রাহ্মণবাড়িয়ায় বিড়ি শিল্পের উপর থেকে কর প্রত্যাহারসহ আট দফা দাবিতে মানববন্ধন করেছে এ অ লের বিড়ি ভোক্তা অধিকার সমিতি। আজ সোমবার বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানবন্ধন কর্মসুচীতে বক্তৃতা করেন, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বিড়ি ভোক্তা সমিতির সভাপতি আতিকুর রহমান, সহসভাপতি আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সদস্য প্রবীর সাহা, মনিরুজ্জামান ও ইলিয়াছ হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বিড়ির উপর অর্পিত সকল কর প্রত্যাহার, ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প করা, ব্রিটিশ ও আমেরিকার সিগারেট বাংলাদেশে বন্ধ করা, বিড়ি শিল্পকে ধ্বংসের হাত থেকে বাঁচানো, কমমূল্যে বিড়ির ব্যবস্থায় সহযোগিতা করা, সিগারেটের পাশাপাশি বিড়িকে প্রাধান্য দেওয়া, দেশী শিল্প সুরক্ষা আইন চালু করা এবং বাজেটে বিড়ি সিগারেটের করের বৈষম্য দুর করার দাবি জানান।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।