কাল থেকে চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষের রোজা শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ১০:৫৪ অপরাহ্ন
কাল থেকে চট্টগ্রামের ৬০ গ্রামের মানুষের রোজা শুরু

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আগামীকাল সোমবার (০৬ মে) থেকে দক্ষিণ চট্টগ্রামের ৬০ গ্রামে রোজা পালন শুরু হবে। জেলার সাতকানিয়া, চন্দনাইশ, পটিয়া, লোহাগাড়া, বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা উপজেলার প্রায় ৬০ গ্রামের মানুষ সোমবার থেকে রোজা রাখবেন। আজ ৫মে রবিবার দিবাগত রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন তারা।

জানা গেছে, দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা দীর্ঘ ২শত বছর পূর্ব থেকে সৌদি আরবের সময়ানুযায়ী একদিন আগে রোজা রেখে থাকেন। এ ব্যাপারে মির্জাখীল দরবার শরীফের পীরজাদা মোহাম্মদ মছউদুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে আজ সেহেরি খাবার কথা স্বীকার করে বলেন, ‘আমরা যেহেতু সৌদি আরবের দিনক্ষণ অনুসরণ করি, সে অনুযায়ী আগামীকাল সোমবার আমাদের প্রথম রোজা পালন হবে।’

এছাড়া বোলায়খালী, হাটহাজারী, সন্দ্বিপ, ফটিকছড়ি, আলীকদম, নাইক্ষংছড়ি, কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চন্দনাইশ, ঢাকা, নরসিংদী, কিশোরগঞ্জের বেশ কয়েকটি গ্রামে মির্জাখীল দরবার শরীফের অনুসারী রয়েছে তারাও রোজা রাখবেন সোমবার থেকে। শুধু চট্টগ্রামেই নয়, আগামীকাল সোমবার (০৬ মে) থেকে চাঁদপুরের ৪০টি গ্রামে পবিত্র মাহে রমজান শুরু হচ্ছে। জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফের অনুসারীরা এভাবে আগাম রোজা এবং দুটি ঈদ উদযাপন করেন।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব