
প্রকাশ: ৫ মে ২০১৯, ৩:৩১

কলাপাড়ায় পাঁচ লাখ পিস ইয়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। রবিবার শেষ বিকেলে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এ এইচ এম ইমরানুর রহমানের নেতৃত্বে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পৌর শহরের হেলীপ্যাড মাঠে আগুনে পুড়িয়ে সম্পূর্ণরুপে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া সিনিয়ির সহকারী জজ মো. কামাল খান, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামসহ কলাপাড়া ও মহিপুর থানাপুলিশ’র সদস্যরা। উল্লেখ্য গত ০৯ এপ্রিল কুয়াকাটা সংলগ্ন বঙ্গপসাগর থেকে অভিযান চালিয়ে ৫ লাখ পিস ইয়াবাসহ দু'জনকে আটক করে কোস্টগার্ড নিজাম পুর স্টেশন।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
