পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও পল্লীসেবা সংস্থার বাস্তবায়নে ভোলার তজুমদ্দিনে মেধাবী শিক্ষার্থীদেও মধ্যে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। রোববার সকাল ১১ টায় শম্ভুপুর খাসেরহাট বাজারে পল্লীসেবা সংস্থার প্রধান কার্যালয়ে চেক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পল্লীসেবা সংস্থার সাবেক সভাপতি মোঃ সফিউল্যাহ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রশান্ত কুমার দাস।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, শম্ভুপুর ইউপ’র চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান ফরিদ, সহকারী মৎস্য কর্মকর্তা আমির হোসেন, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরুজ্জামান, পল্লীসেবা সংস্থার নির্বাহি পরিচালক আলহাজ্ব মোঃ ফারুক মিয়া, প্রোগ্রাম কো-অডিনেটর পরিতোষ বড়–য়া, শম্ভুপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, তজুমদ্দিন প্রেসক্লাবের সভাপতি ও অভিভাবক রফিক সাদী, মেধাবী শিক্ষার্থীর মধ্যে বক্তৃতা করেন, ঢাকা নটরডেম কলেজের শিক্ষার্থী মোঃ মুশফিকুর রহমান ও কাচিয়া টবগি ইয়াছিনপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া আক্তার প্রমুখ। অনুষ্ঠান স ালনা করেন তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন।
অনুষ্ঠানে ২০১৭-১৮ অর্থ বছরের ২৬জন শিক্ষার্থীর মধ্যে ১২ হাজার টাকা করে মোট ৩ লক্ষ ১২ হাজার টাকার চেক বিতরণ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শম্ভুপুর ইউপি’র আ’লীগ সভাপতি মাকসুদুর রহমান পাং, সম্পাদক কামাল উদ্দিন, শম্ভুপুর ইউপি বিএনপি’র সম্পাদক কামরুজ্জামান ঝান্টু, যুবলীগ সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক ফজলুল হক পাং, শম্ভুপুর ইউপি বিএনপি’র সম্পাদক কামরুজ্জামান ঝান্টু, পল্লীসেবা সংস্থার সুপারভাইজার তরুন দাস প্রমুখ।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।