স্বর্ণের কলসি দিতে এসে ২ জিনের বাদশা ধরা!

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০৫:২৯ অপরাহ্ন
স্বর্ণের কলসি দিতে এসে ২ জিনের বাদশা ধরা!

টাঙ্গাইলের কালিহাতীতে কথিত দুই জিনের বাদশাহকে ধরে মারধরের পর এলাকাবাসী পুলিশে দিয়েছে। রোববার দুপুরে উপজেলার দেউপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নদাপুর গ্রামের ডিপ্তি আকন্দের ছেলে মোখলেছুর রহমান (২৮) ও মৃত আব্দুস ছাত্তারের ছেলে আবু তাহের (৩৩)। পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার রাতে জিনের বাদশাহ পরিচয় দিয়ে উপজেলার দেউপুর গ্রামের সুরুজ্জামানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন মোখলেছুর রহমান ও আবু তাহের। এক পর্যায়ে তারা সুরুজকে ৫ হাজার ১০০ টাকা দিলে একটি স্বর্ণের পুতুল দেয়ার আশ্বাস দেন।

লোভে পড়ে সুরুজ তাদের কথামতো পাশের একটি মসজিদের দান বাক্সের ওপর টাকা রেখে পুতুল নিয়ে আসেন। ফোনে তারা পুতুলের প্যাকেট আগে না খোলার ওয়াদা করিয়েছিলেন। এরই মধ্যে টাকা পেয়ে দুই প্রতারকের লোভ আরও জেঁকে বসে। তারা এবার ৫০ হাজার ১০০ টাকা দিলে সুরুজকে স্বর্ণের কলসির লোভ দেখান। কিন্তু, আগের প্যাকেট খুলে সুরুজ স্বর্ণের পরিবর্তে পিতলের পুতুল পান। 

এরপর তিনি স্থানীয় কয়েকজনকে বিষয়টি জানিয়ে, তাদের পাহারায় রেখে মসজিদের দান বাক্সের ওপর ফের কিছু পাঁচশ’ টাকার নোট ও কাগজের একটি ব্যান্ডেল রেখে আসেন। রাতে ওই দুই প্রতারক টাকা নিতে সেখানে এলে আগে থেকে পাহারায় থাকা এলাকাবাসী তাদের ধরে বেদম মারধর করে। পরে খবর দিলে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। কালিহাতী থানার এসআই মোহাম্মদ ওয়াহাব জানান, গ্রামবাসী কথিত দুই জিনের বাদশাহকে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্ততি চলছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব