এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

স্থানীয় পর্যায়ে সরকারের টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে এসডিজি বাস্তবায়নে স্থানীয় চাহিদা ভিত্তিক দিনব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন করেন। প্রশিক্ষনে উপজেলার সরকারী কর্মকর্তা, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, পুরোহিত, ইমাম, সমাজসেবক, এনজিও এবং শুশীল সমাজের প্রতিনিধিরা অংশ গ্রহন করেন।

 ১০সদ্যর ৮দলের সমন্বয়ে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল চন্দ্র দাস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দোলন চন্দ্র রায় ও বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম আজাদ। আগৈলঝাড়া উপজেলায় “কৃষি জমির সর্বোচ্চ উৎপাদনে প্রতিবন্ধকতা” সূচক নির্ধারন করে তা বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করা হয়। কর্মশালায় সরকারের এসডিজি বাস্তায়নে ২শ ৩২টি গোল টার্গেট করে এর মধ্যে নির্ধারিত ৩৯টি সূচক বাস্তবায়নসহ স্থানীয় পর্যায়ে সর্বাধিক গুরুত্ব বিবেচনায় “কৃষি জমির সর্বোচ্চ উৎপাদনে প্রতিবন্ধকতা” সূচক নির্ধারণ করে তা পরিকল্পনা কমিশনে প্রেরণের কথা জানানো হয়। প্রশিক্ষনে গ্রুপ পর্যায়ে “কৃষি জমির সর্বোচ্চ উৎপাদনে প্রতিবন্ধকতা” সূচক নির্ধারন করে যৌথভাবে প্রথম হয়ে পুরস্কার গ্রহন করেন সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা ও আগৈলঝাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক, ইত্তেফাক সংবাদদাতা তপন বসু।

ইনিউজ ৭১/এম.আর