ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০৪:৪৯ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস ও মিডওয়াইফ দিবস পালিত

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নার্সেস দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে জেলা সদর হাসপাতাল ও নার্সিং ইন্সটিটিউটের উদ্যোগে সদর হাসপাতাল চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নার্সিং ইন্সটিটিউট মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ -দৌলা খান।

জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার মোঃ শওকত হোসেনের সভাপতিত্বে ও প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদৎ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা বি,এম,এর সাধারণ সম্পাদক ডাক্তার মোঃ আবু সাঈদ, সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহ আলম প্রমূখ। সভায় বক্তারা  মানবসেবায় নার্সদের গুরুত্ব তুলে ধরে  আলোচনা করেন। এসময় নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর