ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলামের ব্যাক্তিগত অনুদানে এক শত স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। রোববার বিদ্যালয়ের হলরুমে বোরহানউদ্দিন পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর মো. সেলিম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.ন.মআবদুল্লাহ জানান, গত নয় বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন। স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহে আলম বাচ্চু মিয়াজীর সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন, কাউন্সিলর মো. সেলিম রেজা, প্রধান শিক্ষক আ.ন.ম আবদুল্লাহ,ওই স্কুলের সিনিয়র শিক্ষক মো. ছবির আহমেদ, তাহমিনা বেগম প্রমুখ।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।