ফের বাড়ছে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ০২:৫৭ অপরাহ্ন
ফের বাড়ছে তাপমাত্রা

ঘূর্ণিঝড় ফনির প্রভাবে গত দুই-তিন দিন সারা দেশে তাপমাত্রা কিছুটা কমলেও আবারও বাড়ছে উত্তাপ। রোববার থেকে আগামী কয়েক দিন ১-৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। গত কয়েক দিন বৃষ্টিতে গরমের তীব্রতা কমে এসেছিল। ওই সময় তাপমাত্রা এক লাফে ৭-৮ ডিগ্রি সেলসিয়াস কমে যায়।

গত শুক্রবার সকালে ফনি ভারতের উড়িষ্যায় আঘাত হানে। গত শনিবার তা বাংলাদেশের ওপর দিয়ে বয়ে যায়। এটি উত্তর-পূর্ব ভারতে গিয়ে দুর্বল হয়ে পড়ে। ফনি চলে যাওয়ার পর তাপমাত্রা আবার বাড়তে শুরু করেছে। রোববার সকালে ঢাকা বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

ইনিউজ ৭১/এম.আর