ভোলায় ট্রলি উল্টে চালকসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ৫ই মে ২০১৯ ১১:৫৭ পূর্বাহ্ন
ভোলায় ট্রলি উল্টে চালকসহ নিহত ৩

ভোলায় বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক আহত হয়েছেন। শনিবার রাতে ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের হামিদপুরের বেঁড়িবাঁধে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চর লিটন গ্রামের মো. দুলাল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (১৮), একই ইউনিয়নের মাঝি বাড়ির জাহিদুল ইসলাম শাকিল (২১) ও নীল খামারী জেলার আবু জাহেদ (২৮)।

চরফ্যাশন থানা পুলিশের ওসি মো. সামছুল আরেফিন জানান, ওই শ্রমিকরা হামিদপুর এলাকার বেড়িবাঁধের মাটির কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে বাঁধের রাস্তা থেকে নিচে পড়ে যায়। এতে ট্রলি ও মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই আবু জাহেদ ও আনোয়ার হোসেন মারা যান। আহত অবস্থায় জাহিদুল ইসলাম শাকিলকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। এছাড়াও ট্রলিতে থাকা আরও দুই শ্রমিক চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ইনিউজ ৭১/এম.আর