
প্রকাশ: ৪ মে ২০১৯, ০:৪৯

রাজধানী ঢাকা থেকে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সরিয়ে নিতে চায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। শনিবার রাজউক মিলনায়তনে সেভ দ্যা চিলড্রেন এবং রাজউক আয়োজিত 'শিশুদের ভাবনায় কেমন হবে ঢাকা' শীর্ষক এক সংলাপে অংশ নিয়ে এ কথা জানান রাজউক চেয়ারম্যান আব্দুর রহমান। সংলাপে অংশগ্রহণকারী শিশুদের উদ্দেশে তিনি বলেন, "তোমাদের জন্য পরিকল্পিত শহর দিতে পারিনি। এজন্য রাজউক চেয়ারম্যান হিসেব আমি দায়ী। আমরা চেষ্টা করছি ঢাকা থেকে সব স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় সরিয়ে ফেলতে। এ নিয়ে পরিকল্পনা চলছে"।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব