আত্রাইয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ০৪:৪৫ অপরাহ্ন
আত্রাইয়ে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর আত্রাইয়ে ফেনসিডিলসহ রুবেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দানিয়াগাছি গ্রামের মুনছুর রহমানের ছেলে।

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রুবেল ও হাবিবুর রহমান দুই মাদক ব্যবসায়ী মটরসাইকেল যোগে ফেনসিডিলের একটি চালান নিয়ে আত্রাইয়ের দিকে আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওসি মোবারক হোসেন, এসআই সুতসোম সরকার ও এএসআই ছাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিকারপুর এলাকায় অভিযান চালিয়ে রুবেলকে আটক করে এবং হাবিবুর রহমান পালিয়ে যায়।

এ সময় মটরসাইকেলের টাংকির ভেতর থেকে ৮৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে। তিনি আরো জানান তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়োন্ত্রণ আইনে একটি মামলা রেকর্ড করা হয়েছে। তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং হাবিবুরকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

ইনিউজ ৭১/এম.আর