কাউখালীতে ফণির প্লাবনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ০৪:২২ অপরাহ্ন
কাউখালীতে ফণির প্লাবনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পিরোজপুরের কাউখালীতে ঘূর্ণিঝড় ফণির প্রভাবে প্লাবনের পানিতে ডুবে মুরসালিন (৫) নামে এক শিশুর মৃত্যু ঘটেছে। আজ শনিবার দুপুর সোয়া বারোটার দিকে উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ববেতকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মোরসালিন পূর্ববেতকা গ্রামের কৃষিশ্রমিক সোহাগ খান এর একমাত্র ছেলে। হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানাগেছে, আজ শনিবার দুপুর সোয়া বারোটার দিকে শিশু মোরসালিন বসতবাড়ির পাশে ফণির প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে থাকা ডোবার জলে খেলছিল। ডোবা অতিরিক্ত পানিতে তলিয়ে থাকায় শিশুটি সকলের অগোচরে ডোবার পানিতে ডুবে যায়।

পরে পরিবারের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে ডোবা থেকে উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্য সোহেল মিয়ার সহায়তায় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিশুটিকে মৃত ঘোষণা করেন। একমাত্র ছেলে শিশুকে হারিয়ে শোকার্ত পরিবরে এখন শোকের মাতোম চলছে। এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ তদন্ত মো. ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

ইনিউজ ৭১/এম.আর