পাঁচ টন ইলিশ-মাগুর এতিমখানায় দিলো র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ৪ঠা মে ২০১৯ ০৩:৫৪ অপরাহ্ন
পাঁচ টন ইলিশ-মাগুর এতিমখানায় দিলো র‌্যাব

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত রাজধানীর কারওয়ান বাজারে বিক্রয় নিষিদ্ধ তিন টন জাটকা ইলিশ ও দুই টন আফ্রিকান মাগুর মাছ জব্দ করেছে। এসব মাছ বিক্রির অপরাধে ১৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। জব্দকৃত মাছ নষ্ট না করে সেগুলো রাজধানীর বিভিন্ন এতিমখানায় পাঠিয়েছে র‍্যাব। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় অভিযান শেষে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিযানকালে নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ বিক্রি করতে দেখা যায়। আইন অমান্য করে ৪-৬ ইঞ্চির জাটকা বিক্রি করছিল বেশ কয়েকটি আড়ত। এজন্য ১৪ ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, অভিযানে মাছে ফরমালিন আছে কি-না পরীক্ষার জন্য মাছের বিভিন্ন নমুনা সংগ্রহ করা হয়। তবে আমদানি করা এবং স্থানীয় কোনও মাছেই ফরমালিন পাওয়া যায়নি। যা ভোক্তাদের সুসংবাদ বটে।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, আইন অমান্য করে অবাধে চার থেকে ছয় ইঞ্চি সাইজের জাটকা ইলিশ বিক্রি করছিল কিছু অসাধু ব্যবসায়ী। বেশ কয়েকটি আড়তে একই দৃশ্য দেখা গেছে। অভিযানে জব্দ করা পাঁচ টন জাটকা ইলিশ ও আফ্রিকান মাগুর মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব